সুন্দর ও দাগহীন ত্বক কে না চায়? আমাদের দৈনিক জীবন যাএায় রোদে পুড়ে বা অযত্নের কারণে আমাদের মুখের সাথে শরীরের বিভিন্ন রংঙের পরিবর্তন দেখা যায়। ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যাওয়ার ফলে এমনটি হয়ে থাকে। আমরা অনেকেই ত্বকের যত্ন সবসময় নিতে পারিনা। তাই সপ্তাহে ১ দিন একটু সময় নিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে ত্বকের যত্ন নিতে পারি। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ত্বকের যত্ন নেওয়া সম্ভব। চলুন জেনে নিই।


হলুদগুড়া: প্রাচীন কাল থেকে রুপচর্চায় গুরুত্বপূর্ণ হলুদ। দাগ দূর করতে জুড়ি নেই হলুদের। ১ চামচ গুড়া হলুদের সঙ্গে ১ চামচ লেবুর রস মিশিয়ে নিয়ে শরীরের যেকোনো দাগযুক্ত স্থানে লাগান ৩০ মিনিট রাখুন। এরপর আবার লেবুর রস দিয়ে ঘসে তুলুন। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে টানটান এবং দাগমুক্ত সুন্দর ত্বক পাবেন।


লেবুর রস: ত্বকের দাগ সরাতে কার্যকর প্রাকৃতিক লেবু। ১ টি লেবু কেটে নিন তারপর ১০-১৫ মিনিট হাত-পা ও মুখে ঘষুন অথবা লেবুর সাথে সামান্য চিনি যোগ করতে পারেন তারপর হালকা গরম পানি নিয়ে ধুয়ে ফেলুন। লেবু ও মধু এটিও বেশ কাজ করে অর্ধেক লেবুর সাথে ১ চামচ মধু নিয়ে ভালোভাবে মিশ্রণ করুন তারপর কালো হয়ে থাকা স্থানে ৩০ মিনিট লাগিয়ে রাখুন। কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন।


অ্যালোভেরা জেল: অন্যতম সেরা এই উপাদান রুপচর্চায় ব্যবহৃত বহুকাল হতে এখন পর্যন্ত বর্তমান। অ্যালোভেরা বাজারে কিনতে পাওয়া যায় এছাড়া ঘরের টবেও অ্যালোভেরা লাগাতে পারেন। ১ টি অ্যালোভেরা স্টিক নিয়ে কাটা চামচের সাহায্যে কেটে জেল বের করে হাতে-পায়ে এবং মুখে লাগিয়ে রাখতে পারেন। ৩০ মিনিট অপেক্ষা করুন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। অ্যালোভেরা নিয়মিত ব্যবহারে মসৃন ত্বক এবং দাগমুক্ত ত্বক পাবেন। কেননা অনেক কাজের কাজ করে এই অ্যালোভেরা। অথবা দোকানেও কিনতে পাবেন অ্যালোভেরা জেল।


চালের গুড়া ও তরমুজের রস: কালো হয়ে যাওয়া ও দাগ নিয়ে যাদের সমস্যা তারা চালের গুড়া ও তরমুজের রস একসাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন। আলতোভাবে ম্যসাজ করেন ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ১ মাস ব্যবহারেই নিশ্চিত সুফল পাবেন।


চিনি ও অলিভ ওয়েল: চিনি ও অলিভ ওলেয় সাধারণত সবার ঘরেই থাকে। দুটো এক করে মিশ্রণ করুন ৩০ মিনিট রাখুন শুকাতে সময় দিন তারপর ঘষে তুলুন। এরপর কুসুম গরম পানিতে ভালোভাবে গোসল করে নিন। সপ্তাহে ১ দিন করে এই পদ্ধতি ব্যবহার করতে পারেন।


এখন এই লকডাউনে আমরা সবাই ঘরবন্দী তাই এই সময়টুকু ত্বকের যত্ন নিতে পারি। আশা রাখুন ভালো ফল পাবেন।