অয়েলি স্কিন বা তৈলাক্ত ত্বক নিয়ে আমরা অনেকেই বিরক্তবোধ করি। তৈলাক্ত ত্বক মানেই চিটচিটে, বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করেও কাজে আসেনা তাই তৈলাক্ত ত্বক দূর করতে ও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে রইলো ঘরোয়া কিছু টিপস। 
তৈলাক্ত ত্বক বুঝবেন যেভাবে: 

মুখ ধোয়ার কিছুক্ষণ পরই তেলতেলে ভাব।
ঘুম থেকে উঠার পর অতিরিক্ত তৈলাক্ত ভাব।
নাকের চারপাশে সাদা চামড়া উঠে আসা।
চুল তৈলাক্ত থাকা।

তৈলাক্ত ত্বকের কারণ: 

হরমোন বা হরমোনের ভারসাম্য নষ্ট হলে।
বংশগত।
অতিরিক্ত কসমেটিক ব্যবহার।
অতিরিক্ত সাবান ব্যবহার বা অতিরিক্ত মুখ ধোয়ার কারনে এমনটি হয়ে থাকে।

অন্যান্য কারণ: 

ধূমপাণ করলে।
অতিরিক্ত গরম বা আর্দ্র আবহাওয়া।
কিছু ্ঔষধ সেবনের ফলে।

তৈলাক্ত ত্বক দূর করার উপায়:

প্রথম ও গুরুত্বপূর্ণ শর্ত প্রতিদিন আপনার ত্বকের জন্য প্রয়োজন ক্লিনজিং, টোনিং, মইশ্চারাইজিং তার জন্য পাতি লেবুর রস ব্যবহার করতে পারেন। টোনিং এর জন্য ঠান্ডা গ্রীন টি অথবা টমেটোর জুস ও মধু মিশিয়ে ব্যবহার করতে পারেন। শশা ত্বকের মইশ্চারাইজিং এর জন্য খুবই ভালো। যারা জলদি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চান তারা শশার সাথে মধু মিশিয়ে ব্যবহার করতে পারেন। ৩০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মুখ ধোয়ার পানির সাথে অল্প কিছু লবন দিতে পারেন কারণ লবন ত্বক থেকে বাড়তি তেল শোষণ করে। 


অন্যান্য টিপস: 

অয়েল ফি কসমেটিক ব্যবহার করুন।
সুষম খাবার খাবেন সাথে শাক-সবজি, ফলমূল, বাদাম, ভিটামিন বি ২ ও ভিটামিন বি ৫ ঘাটতি না হয়।
ঘুমানোর আগে মেকআপ তুলে ঘুমাতে যাওয়া।


সবসময় হারবাল প্রোডাক্ট ব্যবহার করবেন এবং ত্বকের ওপর বেশি ঘষাঘষি করবেন না এতে স্কিনের ওপর প্রেসার পরে। আমাদের শরীরের ত্বকের থেকে মুখের ত্বক খুবই সংবেদনশীল।