প্যারিস: একটি স্বপ্নের শহর। অনেক প্রেমিক-প্রেমিকার কাছে ভালোবাসা বিনিময়ের সঠিক জায়গা। এদেশের মানুষ গুলো একটু বেশি রোমান্টিক। কিন্তু এই ব্যস্ত শহরের বুকেও যে ভৌতিকতা বিরাজ করে তা ভাবতে একটু অবাক লাগে। বলছি প্যারিসের কাটাকম্বের কথা এখানে রয়েছে আন্ডারগ্রাউন্ড যেখানে  অনেক অনেক বছর আগে যারা মারা গেছে তাদের মাথার খুলি সংরক্ষণ করা আছে। মরা মানুষের মাথার খুলি এক জায়গা হতে আরেক জায়গায় ঘুরতে দেখা যায়।


বেল ফার্ম: এটি মূলত একটি পরিবারের নাম সেই পরিবারেই হঠাৎ করেই আগমন ঘটে একজন মহিলার তার নাম ছিল কেট। কিছুদিন যেতেই কেট জন বেল ও তার পরিবারের উপর খুব অত্যাচার করা শুরু করে। এমতাবস্থায় বেল অসুস্থ হয়ে পরলে জানা যায় তার স্নায়ুতন্ত্রের সমস্যা দেখা দিয়েছে। তার মৃত্যুর সময় তার পাশেই পাওয়া যায় কালো একটি শিশি। তারপর শিশিটি পরীক্ষা করে জানা যায় এটি ছিল তরল বিষের শিশি। বেলকে মেরে ফেলতে সাহায্য করে এই বিষ কিন্তু অপমৃত্যুর জন্য বেল আজও এই বাড়িটি থেকে কোথাও যায়নি। মৃত্যুর পরও দেখতে পাওয়া যায় বেলকে। অনেক মানুষই তাকে চাক্ষুস দেখেছেন বলে জানান। 


বোরলে রেকটরি: এটি যুক্তরাজ্যের বোরলে গ্রামে অবস্থিত। পুরনো লোক মুখে শোনা যায় নুন নামে একজন লোক ছিলেন এই বোরলে গ্রামের বাসিন্দা। সে এই গ্রামের এক সন্ন্যাসীনীর প্রেমে পড়েন। তারা পালিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু পারেননি। সবার কাছে ধরা খাওয়ার পর সন্ন্যাসীনীকে খুন করা হয়েছিল এবং নুন কে পুড়িয়ে মারা হয় এই ভবনে।



স্ট্যানলি হোটেল: The Shining মুভিটিতে এই হোটেলকে কেন্দ্র করেই যত সমস্যা দেখা যায়। মুভিটি যে র্নিমাতা বানিয়েছেন সে নিজেও কিছু অস্বাভাবিক জিনিস লক্ষ্য করেন। ২১৭ নং রুমে নানান ভুতুরে ব্যাপার লক্ষ্য করেন। হোটেলের জানালা গুলো নিয়ে যেন কোন বাচ্চারা খেলা করছে। আবার কখনো শুনতে পাওয়া যায় পিয়ানোর কি গুলো বাজছে সাথে কেউ মিউজিক করছে বা গান গাইছে।