চোখ আমাদের সৌন্দর্যের প্রতীক। যে কোন বয়সের মানুষেরই চোখের নিচে কালো দাগ পড়তে দেখা যায়। এটা নানান কারনে হয়ে থাকে যেমন: বংশগত তার পরিবারের সূত্রে এটি দেখা যায়, অনেকের আবার অতিরিক্ত দুশ্চিন্তা বা কাজের চাপের জন্য রাতের ঘুম পর্যাপ্ত হয়না সেক্ষেত্রেও চোখের নিচে কালো দাগ হয়ে থাকে। পর্যাপ্ত পরিমান ভিটামিন যুক্ত খাবার না খেলে যেমন: ভিটামিন বি ৬ এর অভাবে চোখের নিচে কালো দাগ দেখা যায়। তাই ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি। প্রাকৃতিক অনেক উপাদান ব্যবহার করে চোখের নিচের কালো দাগ দূর করা সম্ভব। 


টি-ব্যাগ: রাতে শোবার আগে পরিস্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিন। তারপর ঠান্ডা টি-ব্যাগটি দাগযুক্ত স্থানে ১৫-২০ মিনিট দিয়ে রাখুন। এই পদ্ধতি কালো দাগ সরাতে বেশ কার্যকর।


কাঁচা আলু: আলু কুচি করে কেটে বেটে নিতে হবে তার পেষ্ট করে চোখের নিচে বা দাগযুক্ত স্থানে লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। কাচা আলুতে প্রাকৃতিক ব্লিচিং রয়েছে যা দাগ সরাতে কাজ করে।


শসা: ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। শসা গোল করে কেটে ফ্রিজে ২০ মিনিট রেখে দিন দাগযুক্ত স্থানে ১০ মিনিট লাগিয়ে রাখুন। এভাবে পরপর কয়েকদিন ব্যবহার করুন। শসার সাথে লেবু মিশ্রণ করতে পারেন।