আচিল কি:

আচিল আকারে ছোট থেকে বড় হয়ে থাকে একে বিনাইন টিউমার বলে। সাধারনত এসব আচিল ক্যন্সার সৃষ্টি করে না তাই এদেরকে বিনাইন টিউমার বলে। আচিল হলে কোনো রকম ব্যাথা অনুভূত হয়না। 

আচিলকে শনাক্ত করার উপায়: আচিল গোল বৃত্তের মতো আকারে ছোট বা বড় হয়। নরম তুলতুলে ও নমনীয় ভাব থাকে। কিছু আচিল চালের দানার মতো হয়ে থাকে। আচিলের রঙ শরীরের ত্বকের আশে-পাশের রঙ যেন চুরি করে তবে কিছু ক্ষেত্রে কালচে রং দেখা যায়। যখন জোরে আঘাত প্রাপ্ত হয় তখন রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। 

আচিল কোথায় হয়: আচিল শরীরের সব জায়গায় হতে পারে তবে সবচেয়ে বেশি হয়ে থাকে ঘাড়ে, হাতের উপরীভাগে বা তালুতে ও স্তনের নীচে। মূলত যে সমস্ত জায়গায় ঘর্ষণ বেশি হয়ে থাকে সেখানে আচিলের সৃষ্টি হয়।

আচিল কি সংক্রামক: না এর পক্ষে কোন প্রমান নাই।

আচিল থেকে মুক্তি: 

অ্যালোভেরা: অ্যালোভেরা বা অ্যালোভেরা জেল আচিল যুক্ত স্থানে লাগিয়ে রাখুন। এভাবে কয়েকদিন করলেই দেখবেন আচিল শুকিয়ে যাচ্ছে। এটা জাদুর মতো কাজ করবে। 

কলা: কলার খোসা আচিল যুক্ত স্থানে ঘষে লাগান নিয়মিত ব্যবহার করলে কাজ হবে।

চুন ও পানের বোটা: আচিলের ওপর চুন লাগিয়ে নিন তারপর পানের বোটা দিয়ে চুনের ওপর ঘষতে থাকুন দেখবেন ঘষতে ঘষতে এটি ক্ষয় হতে শুরু করেছে। এভাবে নিয়মিত ব্যবহারে দেখবেন মিলিয়ে গিয়েছে।