সাইরেন হেড, নামটা অদ্ভুত তাইনা। অনেকে সাইরেন হেড এর নাম শুনেছেন আবার, অনেকে তাকে অনেক ভিডিওতে দেখে থাকবেন। কিন্তু বাস্তবে কি কেউ সাইরেন হেডকে দেখেছে? হ্যা, দেখেছে। সাইরেন হেডকে প্রথম দেখেছেন দুইজন স্বামী-স্ত্রী। তারা ১৯৬৬ সালে এক মরুভূমি অঞ্চলে ঘুরতে গিয়ে অনেক ছবি তুলেছিলো। তখন তেমন কিছুই হইনি। কিন্তু যখন তারা বাসায় ফিরলো আর ছবি গুলো দেখতে থাকলো তখন এক আজব প্রাণীর সন্ধান পায়। তাদের মতে প্রাণীটি ছিলো অনেক লম্বা, গায়ের রঙ জং ধরার মত। আর এর থেকেও বড় বিষয় হচ্ছে প্রাণীটির মাথা ছিলো না বরং মাথার জায়গায় দুটি সাইরেন লাগানো এবং সে সেই সাইরেন দিয়ে অনেক রকমের আওয়াজ করতো, কখনো মানুষের কন্ঠ আবার কখনো উচ্চ স্বরে সাইরেনের শব্দ। সেই থেকে ওই প্রাণীটির নাম সাইরেন হেড। এটা কতটা সত্যি বলা মুশকিল। অনেকে এটা বিশ্বাস করেনি। 



আজকে আমরা সাইরেন হেডের ব্যাপারে যা যা জানবো-
  • সাইরেন হেডের বাহ্যিক গঠন, বয়স এবং কিছু তথ্য
  • সাইরেন হেডের উদ্দেশ্য
  • সাইরেন হেডের ব্যবহার
  • সাইরেন হেডের আবাস্থল
  • সাইরেন হেড নিয়ে কিছু প্রশ্ন

সাইরেন হেডের বাহ্যিক গঠন, বয়স এবং কিছু তথ্য

সাইরেন হেডের উচ্চতা প্রায় ৪০ ফুট বা আরো বেশি হতে পারে। যা চার তলা বাড়ীর সমান। তার দুটো হাত এবং পা অনেক লম্বা। তার মাথার জায়গায় দুইটা সাইরেন লাগানো আছে। যেটার মাধ্যমে সে নানা রকমের শব্দ তৈরি করে। তার দেহ কিছুটা মমির মত। তার সম্পূর্ণ শরীর লোহার। তার কোনো লিঙ্গ নেই। অর্থাৎ সে ছেলে না মেয়ে তা বোঝা যায়নি। তার জিহ্বাটি সাপের জিহ্বার মত।তার বয়স আনুমানিক প্রায় ৪৪,০০০ বছর। তার মানে সে ৪৪ হাজার বছর আগে থেকে এই পৃথিবীতে অবস্থান করছে বলে ধারণা গবেষকদের। এর ওজন এখনো জানা যায়নি। তার একটি কোড নাম রয়েছে। সেটা হচ্ছে SCP-6789.সাইরেন হেড একজন Urban Legend (উরবান লিজেন্ড)। সাইরেন হেড ছাড়াও অনেক উরবান লিজেন্ড আছে। 


সাইরেন হেডের উদ্দেশ্য

সাইরেন হেড একজন মনস্টার। সে বলতে গেলে মানুষ খেকো। সে একটা আস্ত মানুষ খেয়ে ফেলতে সক্ষম। তার সাইরেন এর সামনে অনেক বড় বড় দাঁত থাকার কারণে সে মানুষে নিমেষেই শেষ করে দিতে পারে। 

সে মানুষ বাদে আরো অনেক প্রাণীকে খেতে সক্ষম। সাইরেন হেড সাধারণত কোলাহল পছন্দ করে না। মানে তার আবাস্থলে কেউ এসে কোলাহল করলে তাকে সে খেয়ে ফেলে বা মেরে ফেলে।

সাইরেন হেডের ব্যবহার বা আচরণ

সাইরেন হেড একটা ভয়ঙ্কর আচরণের প্রাণী। সে অনেক হিংস্র প্রকৃতির প্রাণী। সে মানুষকে মেরে ফেলে মাঝে মাঝে আবার খেয়েও ফেলে। সে এতটা শক্তিশালী যে তাকে মেটালের বা তির জাতীয় জিনিস দিয়ে আঘাত করলে তার কিছুই হয় না। কিন্তু সে অনেক ক্ষিপ্ত হয়ে যায়।

সাইরেন হেড অনেক গেম রিলিজ হয়েছে। এমন কি সাইরেন হেড নিয়ে একটি মুভিও তৈরি করা হয়েছে।

সাইরেন হেডের আবাস্থল

এখনো কেউ ভালোভাবে বলতে পারেনি যে সাইরেন হেড কোথায় থাকে। কিন্তু একটি ধারনা করা যায় যে সাইরেন হেড ওইসব এলাকায় থাকতে পারে যেখানে কোনো মানুষ থাকে না। মানে একদম নীরব জায়গা। ধরা যেতে পারে, কোনো ঘন জঙ্গলে অথবা কোনো বিষাল এক গুহায় বাস করে।

কিন্তু সঠিক ভাবে বলা যায় না যে সাইরেন হেড আসলে কোথায় বসবাস করে। যেহতু সাইরেন হেডকে প্রথম অ্যারিজনার মরুভূমিতে দেখা গিয়েছিলো তাই অনেকেই মনে করে যে সে হয়তোবা ওইখানেই বসবাস করে।

সাইরেন হেড নিয়ে কিছু প্রশ্ন

এবার আসি সাইরেন হেড নিয়ে বিশেষ কিছু প্রশ্নে। এই প্রশ্নগুলোর আসলে অনেক যুক্তি সম্মত। 


১.সাইরেন হেডের যদি মাথাই না থাকে তাহলে সে দেখে কিভাবে?

ঠিকই তো যদি সাইরেন হেডের মাথা নাই থাকে তাহলে সে কিভাবে দেখে। সে কিভাবে না দেখে হাটে, কিভাবে বুঝতে পারে আসে পাশে কোথাও কোনো মানুষ আছে?


২. সাইরেন হেড কি আসলেই কি এই পৃথিবীতে আছে?

সাইরেন হেড হচ্ছে উরবান লিজেন্ড (লোক কথা)। তাই এইদিক দিয়ে বিবেচনা করতে গেলে সাইরেন হেড নেই। কিন্তু যেই ছবিটা দুই জন স্বামী-স্ত্রী তুলেছিলো। সেটা তাহলে কি? ওই সময়ে কেউই ওত বেশি টেকনোলজি বা ফোটোশপিং এগুলো ব্যাপারে জানতো না। তাহলে ওই ছবিটি তো এডিট করাও না। তাহলে এটা বলা মুশকিল যে সাইরেন হেড কি আসলেই আছে কি না?


৩. সাইরেন হেড কিভাবে এমন ভয়ঙ্কর সাউন্ড তৈরি করে?

সাইরেন হেডের ছবি ভালো ভাবে লক্ষ করলে বুঝবেন যে তার গলার দিকে এটা মোটা তারের মত কিছু একটা সাইরেন সাথে সংযুক্ত আছে। হতে পারে সে তারের সাহায্য তার শরীরের ভিতরে কোনো চার্জ উৎপন্ন করে। আর সেখান থেকেই হয়তো সে এমন শব্দ করতে পারে। আবার অন্য কিছুও হতে পারে। সেটা সময়ের উপর নির্ভর করে জানা যাবে।