"ইনকা" একটা অপরিচিত শব্দ। যেটার সাথে আমরা হয়তো বা ওতটা পরিচিত না। 'ইনকা' এক ধরনের সাম্রাজ্য, ধর্ম বা সভ্যতা। এখন প্রশ্ন যে "ইনকা" সভ্যতা বা ধর্মটা কেমন ছিল? এই ধর্মটি কিছুটা প্রাচীণ মিশরীয় ধর্মের সাথে মিলে যায়। তো আজকে জানবো 'ইনকা' সম্পর্কে। 

সাপা ইনকা


আজকে আমরা যা যা জানবোঃ

  • ইনকা কি ও এর উতপত্তি কোথা থেকে এসেছে;
  • ইনকা ধর্ম বা তাদের সভ্যতার  রীতি-নীতি;
  • ইনকা সুন্দরী কারা ছিলো;

ইনকা কি ও এর উতপত্তি কোথা থেকে এসেছে

"ইনকা" সাম্রাজ্য গড়ে উঠেছিল দক্ষিন আমেরিকার পেরুর আন্দিজ নামক এক পর্বতমালায়। এই সাম্রাজ্যটি প্রায় ১৫ শতকের কাছাকাছি। "ইনকা" এর অর্থ "সূর্য দেবের সন্তান" বা "SON OF THE SUN".

ওই সময় কোস্কোর রাজাকে "সূর্যের সন্তান" বলা হত। ইনকা সাম্রাজ্যের নিজস্ব রাষ্ট্রীয় ভাষা আছে। যার নাম "কেচুয়া"। এছাড়া সেখানে আরো অনেক প্রচলিত ভাষা আছে। যেমনঃ আইমারা, পুকুইনা, মুচিক ইত্যাদি। বাইরের দেশগুলোতেও এদের রাজত্য ছিলো। উল্লেখযোগ্যঃ চিলি, বলিভিয়া, আর্জেন্টিনা ইত্যদি। এটা আমেরিকার আধিবাসীদের গড়ে তোলা সবচেয়ে বড় সাম্রাজ্য। 


ইনকা ধর্ম বা তাদের সভ্যতার  রীতি-নীতি

"ইনকা" সাম্রাজ্যের নিয়ম-কানুনগুলো ছিল অনেক অদ্ভুত। "ইনকাকে" আনুষ্ঠানিকভাবে "সাপা ইনকা" বলা হত। উপরে চিত্রটি "সাপা ইনকার" ব্যানার। এখানে একটা প্রচলন ছিলো। তাদের সমাজের কিশোর ছেলে বা মেয়েকে তারা বলি দিয়ে তাদের দেবতার সন্তুষ্টি লাভ করত। তাদের আলাদাভাবে সিলেক্ট করা হত। তাদের একটা নিয়ম আছে সেটা হলো "বলির জন্য কিশোর বা কিশোরীকে একদম সবদিক থেকে যোগ্য থাকতে হবে, যে কাউকে বলি দেওয়া যাবে না"। যদি কোনো কিশোর-কিশোরীর শরীরের কোথাও তিল, জন্মদাগ বা কোথাও কাটা দাগ থাকে তাহলে সে বলির জন্য যোগ্য নয়। অধিক সন্তুষ্টির আশায় তারা বেশিরভাগ মেয়েদেরই বলি দিত। যারা সবদিক থেকে বলির জন্য যোগ্য ছিল তাদের আলাদা চোখে দেখা হত। সমাজে তার সম্মান অধিক হয়ে যেত। এমন কি রাজা যা খেত তাকেও তাই খাওয়ানো হত। অর্থাৎ বলির আগে তাকে একদম মোটা তাজা করা হত। 


ইনকা সুন্দরী কারা ছিলো

যাদের বলী দেওয়া হত, তাদের ইনকা দেবতা "ইন্তি" অর্থাৎ সূর্য দেবতার উদ্দেশ্যে সন্তুষ্টির আশায় বলী দেওয়া হত। মেয়েদের ভিতরে যাদের বলী দেওয়া হত, তাদের বলা হয় "ইনকা সুন্দরী"। এখানে কিছু ইনকা সুন্দরী এর ছবি দেওয়া হলো যেগুলো হঠাৎ লোকচক্ষুর সামনে আসে। তাদের মমি বানিয়ে মাটিতে চাপ দেওয়া হয়েছিলো যতটা আমার মনে হয়। তাদের বলীর কিছুদিন আগে থেকে খাওয়ার সাথে কোকেন যোগ করে দেওয়া হত। যার কারনে তারা  আর নিজেদের ভিতরে থাকত না। নিজের কোনো স্বাধীনতা বা মতামত থাকত না।

একজন ইনকা সুন্দরী


যাই হোক এটা ছিল ইতিহাসের অন্যতম এক মর্মান্তিক ঘটনা। নির্মমভাবে মারা হত সেই সময়। মানব সভ্যতা ধীরে ধীরে বিস্তৃতি লাভ করেছে, এমন কি করছে এখনো। সুতরাং একটু ভেবে দেখুন যদি আপনি ঐ সময়ের কেউ হতেন, তাহলে হতে পারত যে আপনার মৃত্যু এভাবেই হত। অনেক ভালো হয়েছে যে আমরা ওই সময় ছিলাম না। 

তো আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করে বলতে পারেন ও এর পরে কি বিষয়ে জানতে চান সেটাও বলতে পারেন। 

***********************************************************************************

নোটঃ এখানে যে ছবিগুলো থেকে ইন্টারনেট থেকে কালেক্টেড এবং উইকিপিডিয়া ও আরো নানা তথ্যের সমন্বয়ে এই ব্লগটি তৈরী করা হয়েছে।