"পিরামিড" যেটা পৃথিবীর অধিকাংশ মানুষই চেনে। পিরামিড নিয়ে অনেক ধরনের থিওরি আছে। আজকে আমরা পিরামিডের গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং এর ইতিহাস সম্পর্কে জানবো।

পিরামিডকে মানুষ আরকে নামে চেনে সেটা হচ্ছে "খুফুর পিরামিড"। এই পিরামিডটি মিসরের "গিজাতে" ("বর্তমানে এল গিজা") অবস্থিত। অনেক ধরনের প্রাচীন জ্ঞান ও সভ্যতা এই পিরামিড থেকে পাওয়া যায়। এটা প্রায় ১৪৭ মিটার উঁচু এবং এর আয়তন প্রায় ২৫, ৮৩, ২৮৩ ঘনমিটার। আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই পিরামিডটি পুরোটা "চুনা পাথর আর গ্রানাইট" দিয়ে তৈরী করা হয়েছে। এত বড় এবং বিষাল পিরামিড দেখে আপনার মনে হতেই পারে প্রাচীন মানুষ কতটা উন্নত ছিল। আর এই পিরামিড সেই সব প্রাচীন মানুষদের সভ্যতা ও জ্ঞানের প্রমাণসরূপ।

আরো পড়ুনঃ কে ছিলেন ইনকা সুন্দরী।



খ্রিষ্টপূর্ব প্রায় ৫০০০ হাজার বছর (২৫৮০-২৫৬০ বিসি) আগে তৈরী করা হয়েছিলো এই পিরামিড। গবেষকরা ধারণা করেন যে এই পিরামিড তৈরী করতে প্রায় ১ লক্ষ মানুষ লেগেছিলো এবং এই পিরামিড এর এক খন্ড পাথর প্রায় ৬০ টন এর সমান। আর এটা তৈরী করতে প্রায় ২০ বছর সময় লেগেছিলো। এই ১ লক্ষ মানুষের ২০ বছরে কষ্টের ফল হলো এই খুফুর পিরামিড। 

আপনাদের যদি আমাদের কন্টেন ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের কারো মনে হয় যে আমাদের এই টপিকে লিখা উচিত তাহলেও কমেন্ট করে জানাতে পারে যে পরবর্তীতে আমরা কোন বিষয় নিয়ে লিখবো। 

আজকের মত যাচ্ছি চলে, আসবো আবার কিছুদিন পর ফিরে...
ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন...

GOOD BYE :)